পৃথিবীর দুটি সপ্তাশ্চার্য তালিকা রয়েছে। প্রাচীন এবং নতুন। প্রাচীন সপ্তাশ্চার্য হলো প্রাচীনকালের সাতটি স্থাপত্য ও ভাস্কর্য। নতুন সপ্তাশ্চার্য হলোÑ ২০০৭ সালে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত সাতটি আধুনিক বিস্ময়। পৃথিবীর দুটি সপ্তাশ্চার্য তালিকা রয়েছে। প্রাচীন এবং নতুন। প্রাচীন সপ্তাশ্চার্য হলো প্রাচীনকালের সাতটি স্থাপত্য ও ভাস্কর্য। নতুন সপ্তাশ্চার্য হলোÑ ২০০৭ সালে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত সাতটি আধুনিক বিস্ময়। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চার্যগুলো হচ্ছে: ১. গিজার মহাপিরামিড (মিশর), ২. ব্যাবিলনের শূন্য উদ্যান (ইরাক), ৩. অলিম্পিয়ার জিউসের মূর্তি (গ্রীস), ৪. ইফেসাসে আর্টিমিসের মন্দির (তুরস্ক), ৫. হ্যালিকার্নেসাসের সমাধি মন্দির (তুরস্ক), ৬. রোডস নগরদ্বারে স্থাপিত কলোসাসের (গ্রিক সূর্য দেব) মূর্তি (গ্রীস) ও ৭. আলেকজান্দ্রিয়ার বাতিঘর (মিশর)। নতুন সপ্তাশ্চার্যগুলো হচ্ছে : ১. কলোসিয়াম (রোম, ইতালি), ২. পেত্রা (জর্দান), ৩. ক্রাইস্ট দ্যা রিডিমার মূর্তি (রিওডিজেনেরো,...