ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ও পরিবার নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে থাকে। সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই তারকা দম্পতি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার ফেসবুক পেজে মা-ছেলের খুনসুটি একটি রিল ভিডিও শেয়ার করেছেন শবনম বুবলী। ভিডিওতে দেখা যায়, মা ও পুত্র একসঙ্গে খুনসুটি করছেন, আর ভিডিওটি করেছেন শাকিব খান নিজেই। ভিডিওতে ছেলে শেহজাদ খান বীর ক্যামেরার দিকে পোজ দিতে চেষ্টা করলেও, বাবা শাকিব ভিডিও করার সময় সে পুরোপুরি বুঝতে পারছে না। ভিডিওতে শাকিব খানকে না দেখা গেলেও তার কথা শোনা যায়। ছেলেকে সুপারস্টার বলে ডাক দেন শাকিব। আরও পড়ুনআরও পড়ুনএবার শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন তাহসানপত্নী ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা...