হাওড়, পাহাড়, নদী ও লেকের অপার সৌন্দর্যের নাম ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেঁষা জেলা সুনামগঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্যের সব কিছুই একসঙ্গে ধরা দেয় এই জেলায়। মোহাম্মদ জাফর ইকবাল, সুনামগঞ্জ (হাওড়) থেকে ফিরে :হাওড়, পাহাড়, নদী ও লেকের অপার সৌন্দর্যের নাম ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেঁষা জেলা সুনামগঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্যের সব কিছুই একসঙ্গে ধরা দেয় এই জেলায়। এর মধ্যে টাঙ্গুয়ার হাওড় সৌন্দর্যে অনন্য এক জলাভূমি। পর্যটকদের কাছে অতিপ্রিয়। ভরা বর্ষায় সেই রূপ উপচে পড়ে। হাওড়ের স্বচ্ছ পানিতে জলকেলি, পানি আর জোছনার মায়াবী খেলায় তনুমন দুটোই জুড়িয়ে যায়। রাতে জ্যোৎস্নার আলো আর হিমেল হাওয়া এযেন এক স্বর্গসুখের অনুভূতি। এমন মনোরম দৃশ্য মানবজীবনকে সার্থক করে তোলে। মন চায় হাওড়ের বুকে হারিয়ে যেতে। শেষ বিকেলে উত্তরের সবুজ মেঘালয় পাহাড়, আকাশে থাকা মেঘের ছায়া অন্য রকম এক মায়ায়...