সম্প্রতি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামি জাতিগোষ্ঠীর জরুরি বৈঠকে ইসরাইলের নির্মম হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে, এখনও সুনির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়নি অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে জিসিসি’র সদস্য রাষ্ট্রগুলোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি। এই ঘোষণাটি আসে জিসিসি’র অন্তর্ভুক্ত ৬টি দেশ— বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে।সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানী বলেন, কাতারের রাজধানী ইসরাইলের কাপুরুষোচিত হামলার শিকার হয়েছে। তিনি আরও বলেন, ইসরাইল বহুবার লেবানন, সিরিয়া এবং ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে এবং সিরিয়ার জমি দখল করেছে। এছাড়াও, লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরাইল অস্বীকৃতি জানিয়েছে। শেখ তামিম আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আরব এলাকায় ইসরাইলি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।এদিকে, সম্মেলনে আরব...