ডিপ্লোমাধারীদের সহিংস কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের অন্যান্য সাধারণ প্রকৌশলী শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করছেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বুয়েট ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।তাদের দাবি, সরকারি চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো সমমানের পদ সৃষ্টি করা বা দশম গ্রেডে নিয়োগ দেওয়া উচিত নয়।বুয়েট শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল খাতের দশম গ্রেডের টেকনিক্যাল পদ কেবল গ্র্যাজুয়েট প্রকৌশলীদের জন্য সংরক্ষিত থাকা দরকার। ডিপ্লোমাধারীদের জন্য পূর্ণাঙ্গ কোটা দাবি অযৌক্তিক এবং এতে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরুতারা উদাহরণ টেনে বলেন, স্বাস্থ্য খাতে এমবিবিএস ডিগ্রিধারীরা নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পান, কিন্তু একই গ্রেডে কোনো ডিপ্লোমাধারী নিয়োগ পান না। অথচ প্রকৌশল খাতে ডিপ্লোমাদের দশম গ্রেডে সুযোগ দিলে প্রকৌশল...