এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে শিরোপা এখনও অধরা। অথচ আফগানিস্তান কোচ জনাথন ট্রট ভাবতেন, বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে। পরে ভুল ভাঙে তার। গুগল করে নিশ্চিত হন এশিয়া কাপ জেতেনি বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন আফগান কোচ জনাথন ট্রট। বাংলাদেশের বিপক্ষে বেশ সফল আফগানিস্তান। এ প্রসঙ্গে জনাথন ট্রট বলেন, ‘আমারও তাই মনে হয়। তবে দেখুন বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে।‘ পরে সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে বলেন, ‘ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। তারা এখন ট্রফি জিততে চায়।’ তবুও দ্বিধায় ছিলেন ট্রট। আবারো দাবি করলেন,...