টরন্টো জয় করে অস্কার জয়ে এগিয়ে গেল ‘হ্যামনেট’। ঠিক তাই। কারণ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (টিআইএফএফ)-কে মনে করা হয় অস্কারের অন্যতম ব্যারোমিটার। এবার বসেছিল ৫০তম আসর। সেখানে এবার সেরা পুরস্কার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ক্লোয়ে ঝাও পরিচালিত সিনেমা ‘হ্যামনেট’। ২০২০ সালে তার নির্মাণ ‘নোম্যাডল্যান্ড’ একই পুরস্কার জিতেছিল। ফলে ঝাও হয়ে গেলেন প্রথম নির্মাতা, যিনি টরন্টো উৎসবে দু’বার এই সম্মান অর্জন করলেন। পিপলস চয়েস জেতার পর থেকেই ‘হ্যামনেট’ অস্কারের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছে। ১৯৭৮ সালে পুরস্কারটি চালুর পর থেকে এখানে সেরা হওয়া সাতটি চলচ্চিত্র অস্কারেও সেরা হয়েছে। এর মধ্যে পাঁচটি গত দুই দশকেই। ম্যাগি ও’ফ্যারোলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেসের প্রেম, দাম্পত্য এবং তাদের ছেলে হ্যামনেটের করুণ মৃত্যুকে কেন্দ্র করে তৈরি। সন্তান হারানোর শোকই চলচ্চিত্রটির...