ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সম্প্রতি তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো মার্কিন ‘আগ্রাসন’, দুই দেশের মধ্যে উত্তেজনা না। যুক্তরাষ্ট্রের সরকার ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে কোনো যোগাযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ধাপে ধাপে মার্কিন সামরিক উপস্থিত জোরদার করছে। মাদক চোরাচালানিদের বিরুদ্ধে দমন অভিযান চালাতে এমনটি করা হচ্ছে বলে দাবি মার্কিন প্রশাসনের। চলতি মাসের প্রথমদিকে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযানে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেয়। এ হামলার ১১ জন নিহত হয়। এরপর সোমবার ভেনেজুয়েলার দ্বিতীয় আরেকটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, এতে আরও তিনজন নিহত হয়েছেন। এসব নৌযানে পাচারের উদ্দেশ্যে মাদক বহন করা হচ্ছিল বলে দাবি মার্কিন প্রশাসনের। সোমবার ভেনেজুয়েলার সামরিক বাহিনীর শীর্ষ কমকর্তা ও অন্যান্য...