দেশের জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ভক্তদের সামনে। ২০২২ সালে প্রকাশ পায় তাদের ‘ফিনিক্সের ডায়েরি’ শিরোনামের একটি অ্যালবাম। তিন বছর পর ‘ফিনিক্সের ডায়েরি-২’ নামের আরেকটি অ্যালবাম প্রকাশ করছে তারা। অক্টোবরেই আসছে সিক্যুয়ালটি। স্যোশাল মিডিয়ায় একটি মোশন পোস্টার প্রকাশ করে অ্যালবামের ঘোষণা দিয়েছে অর্থহীন। সেখানে দেখা যাচ্ছে, আগুনে ঝলসে যাওয়া ফিনিক্স পাখির দুই ডানা, রক্ত ঝরছে তার গা বেয়ে। শেষে ভেসে ওঠে বার্তা ‘জীবনে মাঝেমধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সঙ্গেও ভালো কিছু হয়।’ ভিডিওর শেষেই জানানো হয়, ২০২৬ নয় বরং ২০২৫ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘ফিনিক্সের ডায়েরি-২’। তবে অ্যালবামে কয়টি গান থাকবে তা এখনও প্রকাশ করা হয়নি।দলটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন...