লিবিয়ার মিসরাতায় একটি মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স। দীর্ঘদিন ধরে নজরদারি করার পর সম্প্রতি প্রদেশের দাফনিয়া এলাকায় অবস্থিত এ ঘাঁটিটিতে অভিযান চালানো হয়। ঘাঁটিটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী, ঘাঁটিটি মূলত অবৈধ অভিবাসনের জন্য নৌকা তৈরির কারখানা হিসেবে ব্যবহার হতো। গত রোববার (১৪ সেপ্টেম্বর) অভিযান পরিচালনাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে কারখানাটির ওপর নজর রাখছিল তারা। দীর্ঘদিনের পর্যবেক্ষণ শেষে পশ্চিম মিসরাতার প্রধান প্রসিকিউটরের কাছ থেকে তল্লাশি পরোয়ানা নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ অভিবাসনের জন্য প্রস্তুত করা একাধিক নৌকা ছাড়াও কারখানার ভেতর থেকে...