৩২ এ পা রাখলেন নিক জোনাস। ১৯৯২ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। নিক একজন মার্কিন গায়ক, গীতিকার, অভিনেতা এবং রেকর্ড প্রযোজক। তার আরও একটি পরিচয়, তিনি বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী। ছোট থেকেই সঙ্গীত চর্চার পরিবেশ পেয়েছেন নিক। বাবা ডেনিস একজন গীতিকার। নিকের মা যদিও পেশায় সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষিকা।জোনাস মাত্র সাত বছর বয়স থেকেই নাট্যমঞ্চে অভিনয় করা শুরু করেন এবং ২০০২ সালে তিনি একক অ্যালবাম প্রকাশ করেন। এরপর আরও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন এই গায়ক। নিয়মিত তাকে গানে পাওয়া যায়।মার্কিনি সঙ্গীত জগতের অন্যতম সেনসেশন হলেন নিক জোনাস। ভাই জো আর কেভিনের সঙ্গে একটি মিউজিক ব্যান্ড তৈরি করেন তিনি। এই ব্যান্ডের নাম ছিল ‘জোনাস ব্রাদার্স’ । প্রথম অ্যালবাম ‘ইটস অ্যাবাউট টাইম’। যেটি বেশ হিট হয়।ডিসনি চ্যানেলের হাত ধরে...