দীর্ঘ এক দশক পর নতুন সিনেমা দেবী চৌধুরাণী নিয়ে পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এ ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিনয়জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ছেলের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রীর ভাষ্যে, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক মা-ছেলের চেয়ে বন্ধুর মতো। মাত্র ১৬ বছরের পার্থক্যের কারণে ছেলের বন্ধুরাও তাঁকে ‘আন্টি’ নয়, বরং ‘দিদি’ বলেই সম্বোধন করে। তিনি বলেন, আমরা মা-ছেলের চেয়ে বেশি বন্ধু। নতুন কোনো চিত্রনাট্য হাতে এলেই প্রথমে আমি ছেলেকেই শোনাই। এমনকি ‘দেবী চৌধুরাণী’র গল্পও ও-ই প্রথম শুনেছিল। ছেলের বন্ধুরাও আমার বন্ধু, দু-একজন ছাড়া আর কেউ আমাকে আন্টি বলে না, সবার কাছে আমি দিদি। শ্রাবন্তী জানান, জীবনের নানা সময়ে কটাক্ষ ও ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি...