আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অর্থাৎ এআইকে জিজ্ঞেস করলাম বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ক্যালকুলেটর খুঁজছে কেন? তার জবাবটা বেশ ইন্টারেস্টিং—সাধারণত বড় কোনো টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশের সমর্থকরা ক্যালকুলেটর খুঁজে বেড়ান তখনই, যখন নিজেদের দল সরাসরি জেতার মাধ্যমে পরবর্তী রাউন্ডে যেতে পারে না। অর্থাৎ সরল সমীকরণে নয়, বরং অন্য দলের জয়–পরাজয়, রান রেট, পয়েন্ট টেবিলের জটিল হিসাব–নিকাশে ঘুরপাক খায় বাংলাদেশের আশা। এমন পরিস্থিতিতে সমর্থকরা হিসেব কষতে থাকেন—কে কাকে হারালে বাংলাদেশ টিকে থাকবে? কোন ম্যাচ ড্র বা পরিত্যক্ত হলে সুবিধা হবে? নেট রান রেট বাড়াতে হলে বাংলাদেশকে কত রানে জিততে হবে? অন্য দলের কত রানে হারতে হবে? এইসব খুঁটিনাটি হিসাব মিলিয়ে দেখা ছাড়া বোঝা যায় না, বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবে কি না। এবারের এশিয়া কাপও তার ব্যতিক্রম নয়। চ্যাম্পিয়ন হওয়ার উচ্চাশা নিয়ে দুবাইয়ের বিমানে চড়লেও এরই...