পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:০৫:৩২ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। জয়পুরহাট: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই বৃহত্তর ধর্মীয় উৎসব। এ বছরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৭৫ মন্দির-মন্ডপে পূজা হবে বলে জানা গেছে।ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মন্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। কয় দিন পরেই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এসব প্রতিমার অবয়ব।পুরোহিত অনুপ চন্দ্র বলেন, এ বছরের পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুররু হবে দুর্গোৎসব। বাঙালি হিন্দু সস্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দূর্গা গজে আগমন করবেন এবং...