মাকসুদ। মাকসুদুল হক। ম্যাক। ম্যাক হক। নানান রকম সম্বোধন অনেকের। তবে এক জায়গায় এসে স্রোতের ধরনটা একেবারেই স্বতন্ত্র। যদিও সে স্রোত প্রথাগত নিয়মে বয়ে চলে না।বিপরীত স্রোত বলে যা বুঝায়, সেই এক অনন্য সত্তার নাম মাকসুদ। বাংলা ব্যান্ড অথবা সুফীবাদ বা তারুণ্যের গানে যে ছন্দ এসেছে তার ভেতর থেকে, সেই ছন্দের ঝংকারে যে বাতাস মুখর করেছে বাংলাদেশ, সে একজন ব্যক্তি নন শুধু।কালে কালে ক্রমাগত নিজেই যেন এক পরিপূর্ণ প্রতিষ্ঠান। বাংলা ভাষাভাষী মানুষের কানের কাছে ভিন্ন রকম গানের সৌরভে আচ্ছন্নতা এনে দেবার দিকপাল মূলত তিনিই। ফিডব্যাক ব্যান্ডের গোড়ার দিকের যত গান পৌঁছে গেছে মানুষের অন্তরের অন্দরে, তার সিংহভাগের কারিগর মাকসুদ। এক ‘মেলায় যাই রে’ গানই হয়ে আছে চিরকালীন শ্রেষ্ঠতম গানের একটি।মাকসুদ সবসময় প্রথা ভেঙেছেন। বিপরীত স্রোতে গুন টেনে নিজের তরী ভিড়িয়েছেন...