মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যারা চার্লি কার্কের মৃত্যু উদ্যাপন করেছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) ‘দ্য চার্লি কার্ক শো’র একটি পর্বে অতিথি উপস্থাপক হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। ভ্যান্স বলেন, ‘তাদের প্রকাশ্যে সমালোচনা করুন। আর হ্যাঁ, তাদের নিয়োগকর্তাকেও জানান। সভ্য আচরণের প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আমরা রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করি না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে চার্লি কার্কের মৃত্যু নিয়ে অপ্রীতিকর পোস্ট করায় এখন পর্যন্ত কয়েকজন পাইলট, চিকিৎসা পেশাজীবী, শিক্ষক এবং গোপন সেবা সংস্থার এক কর্মীর চাকরি স্থগিত বা বা বরখাস্ত করা হয়েছে। সমালোচকেরা বলছেন, চাকরি থেকে বরখাস্তের ঘটনা বাক্স্বাধীনতা ও কর্মচারীদের সুরক্ষাকে হুমকির মুখে ফেলেছে। তবে, কাগজে-কলমে দেশটির কোম্পানিগুলোর কর্মচারী বরখাস্তের ব্যাপারে ব্যাপক স্বাধীনতা রয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির...