ইউরোপের ঘরোয়া লিগগুলো প্রায় এক মাস আগে শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকটি করে ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। এবার শুরু হচ্ছে ইউরোপসেরা হওয়ার লড়াই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। নতুন মৌসুমে আরও উত্তেজনা নিয়ে হাজির হচ্ছে ইউরোপের ক্লাবসেরা হওয়ার লড়াই। প্রথম দিনেই মাঠে নামছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব মার্শেই। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। একই সময়ে বিগ ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। টটেনহ্যাম আতিথ্য দেবে ভিয়ারিয়ালকে। এর আগে রাত পৌনে ১১টায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। গত আসরে অবশ্য কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল লস ব্লাঙ্কোসরা। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। ইউরোপসেরার মুকুট জয়ের আশায় গত মৌসুমে...