পরিকল্পনা অনুযায়ী, পুরোনো জাহাজ ভারতে এনে ভাঙলে মালিকরা স্ক্র্যাপ মূল্যের প্রায় ৪০ শতাংশ সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন। এটি তিন বছর পর্যন্ত ব্যবহারযোগ্য হবে এবং ভারতীয় জাহাজ কেনার সময় কাজে লাগানো যাবে। চাইলে একাধিক নোট একত্রে ব্যবহার বা বিক্রি করা যাবে। বাংলাদেশ ও পাকিস্তানের দখলে থাকা বৈশ্বিক জাহাজ ভাঙা বাজারে আবারও প্রভাব বিস্তার করতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে ভারত। এ খাতে প্রতিযোগিতা বাড়াতে দেশটি কয়েক হাজার কোটি রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রায় ৪০ বিলিয়ন রুপি (৪ হাজার কোটি টাকা) সমপরিমাণ প্রণোদনা দেওয়া হতে পারে। ২০২৬ সাল থেকে শুরু হয়ে টানা দশ বছর এ সুবিধা চালু থাকবে। এ প্রস্তাব চলতি মাসের শেষের দিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পুরোনো জাহাজ ভারতে...