মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সংস্থাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের মানহানির মামলা দায়ের করেছেন। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একটি আদালতে এ মামলা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। মামলার প্রেক্ষাপট হিসেবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রকাশিত পত্রিকাটির বেশ কয়েকটি নিবন্ধ এবং একটি বইয়ের কথা উল্লেখ করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয় যে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এসব লেখায় ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এ মামলার বিষয়ে নিউইয়র্ক টাইমস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে লেখেন, ‘নিউইয়র্ক টাইমসকে অনেক দিন ধরেই অবাধে মিথ্যা বলার, অপবাদ দেওয়ার এবং আমার মানহানি করার অনুমতি দেওয়া হয়েছে, আর তা এখনই থামছে!’ তিনি ২০২৪...