যৌতুক ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে মডেল সানাই মাহবুবের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী আবূ সালেহ মূসা। মূসার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন। তার পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম। শুনানিতে তিনি বলেন, ‘আপনি মামলা আমলে নিয়ে এ আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন। আজ আমরা আত্মসমর্পণ করেছি। সংসার করতে চেয়ে একটি হলফনামা দিয়েছি। আমরা বিষয়টি আপস করে ফেলবো। আসামির জামিন চাচ্ছি।’ সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। সেই টাকার কী হবে? টাকা-পয়সা নিয়েছে, আবার যৌতুক চাচ্ছে। তাছাড়া তিনি তো অপরাধ করেছেন।’ জবাবে আসামি পক্ষের আইনজীবী খোরশেদ আলম বলেন, ‘এটা...