১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নর লিসা কুককে অব্যাহতি দিয়ে যে আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা বাতিল করে দিয়েছেন মার্কিন আপিল আদালত। ফলে ফের নিজ পদে ফিরে আসার ক্ষেত্রে লিসা কুকের সামনে আর আইনি কোনো বাধা নেই। গত ২৫ আগস্ট লিসা কুককে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে বহিষ্কার করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে অর্থায়ন বিভাগের পরিচালক এবং ট্রাম্পের অনুগত কর্মকর্তা বিল পুল্টের অভিযোগের ভিত্তি এ আদেশ দিয়েছিলেন তিনি। পুল্টের অভিযোগ ছিল, লিসা বন্ধকী ঋণ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট। অব্যাহতি আদেশ পাওয়ার পর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন লিসা কুক। তার আবেদনের ভিত্তিতে সেই অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্তে অভিযোগের স্বপক্ষে কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া...