বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে ১৮ ও ১৯ সেপ্টেম্বরের জামায়াতে ইসলামীর ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে হবে। আজ মঙ্গলবার দলটির পক্ষে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে ১৮ ও ১৯ সেপ্টেম্বরের জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে পালিত হবে। বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। জামায়াত জানায়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫-দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গতকাল এক সংবাদ সম্মেলনে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই কর্মসূচির সময় বদল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা...