সত্যিই কি ঢাকায় আসছেন পাকিস্তানি নায়িকা হানিয়া আমির? চারদিকে এখন এই আলোচনা চলছে এ দেশের নেটিজেনদের মধ্যে। ফেসবুক ভরে গেছে হানিয়ার ছবি ও ভিডিওতে করা পোস্টে। সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে সীমারেখা ভেঙেছেন পাকিস্তানের তারকা হানিয়া। গোটা উপমহাদেশেই তার অসংখ্য ভক্ত। এবার সেই ভক্তদের জন্য সুখবর, প্রথমবারের মতো ঢাকায় আসতে চলেছেন তিনি। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই বিষয়টি জানিয়েছেন। ভিডিও বার্তায় হাসিমুখে তিনি বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি। সবার সঙ্গে দেখা হবে।’ এ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। উঠছে প্রশ্ন, সত্যিই কি ঢাকায় আসছেন? যদি আসেন, তবে কবে? সূত্র জানাচ্ছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদেই ঢাকায় পা রাখছেন হানিয়া আমির। ব্র্যান্ডটির প্রচারণার অংশ...