এশিয়া কাপে গত রবিবার পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে ভারতীয় দল। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। সূর্যকুমার এই জয় উৎসর্গ করেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে। এই সিদ্ধান্ত আসে কাশ্মীরের পাহালগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রেক্ষিতে। এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করতে নির্দেশ দিয়েছিলেন। এ কারণে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানের কাছে পাইক্রফটকে চলমান এশিয়া কাপ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু কে এই পাইক্রফট? জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট আন্তর্জাতিক ক্রিকেটে একসময় আলোচিত ছিলেন। তার ক্যারিয়ার যদিও সংক্ষিপ্ত—মাত্র তিন টেস্ট...