বাংলাদেশের লালনসংগীতের অন্যতম কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি শুধু একজন সংগীতশিল্পীই ছিলেন না, ছিলেন এক সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত। তার গানে ছিল মাটির গন্ধ, নদীর সুর, মানুষের প্রাণ। লালন সাঁইয়ের গানকে জীবনের মতো বুকে ধারণ করে তিনি গেয়ে গেছেন বছরের পর বছর, দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন বাংলার লোকসংগীতের গভীর সৌন্দর্য। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। জীবনের শেষ দিনগুলোতে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস নিতে হতো তাকে। শেষবারের মতো ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আইসিইউতে নেওয়া হয় তাকে। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে...