ভারতের সর্বোচ্চ আদালতে সোমবার শোনা গেল তীব্র সতর্কবার্তা। বিশেষ ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যদি সামান্যও বেআইনি প্রমাণিত হয়, তবে গোটা প্রক্রিয়াই বাতিল হয়ে যাবে। বিচারপতি সূর্য কান্তের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। কারণ শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গসহ গোটা দেশে এসআইআর নিয়ে মামলা করা হয়েছে। আর আদালত জানিয়েছে, রায় গোটা দেশেই প্রযোজ্য হবে। এর ফলে একদিকে কমিশনের উপর চাপ বেড়েছে, অন্যদিকে বিরোধী শিবির পেয়েছে নতুন করে উৎসাহ। আদালতে মূল আবেদনকারী সংস্থা এডিআর এবং তাদের পক্ষে থাকা ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, যোগেন্দ্র যাদবরা বলেছেন, সেপ্টেম্বরের শেষে কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, অক্টোবরে নির্বাচনসূচি ঘোষণা হবে, নভেম্বরে সরকার গঠন করতে হবে। এমন অবস্থায় যদি এসআইআরের বৈধতা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত শুনানি ও...