ঢাকা: ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রাক্কালে ভারত ‘আলোচনার টেবিলে আসছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এর একদিন পর, মঙ্গলবার নয়াদিল্লিতে পৌঁছেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। খবর সিএনবিসি।পিটার নাভারো বলেন, “ভারত আলোচনার টেবিলে আসছে। প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদি একটি অত্যন্ত সমঝোতামূলক, সুন্দর ও গঠনমূলক টুইট পাঠিয়েছেন এবং প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প তার জবাবও দিয়েছেন। দেখা যাক, এটি কতটা ইতিবাচকভাবে এগোয়।”এর আগে গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক বাধা দূর করতে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, “আগামী সপ্তাহগুলোতে আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলার জন্য আমি অধীর অপেক্ষায় আছি। আমি নিশ্চিত, আমাদের...