১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম মার্কিন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা (কংগ্রেসে) একটি গুরুত্বপূর্ণ দ্বিদলীয় উদ্যোগে পাকিস্তান ফ্রিডম অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট (H.R. 5271) নামে একটি বিল প্রস্তাব করেছেন। এই বিলের উদ্দেশ্য হলো পাকিস্তানের সরকারি, সামরিক বা নিরাপত্তা বাহিনীর বর্তমান বা সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা। বিলটির নেতৃত্ব দিয়েছেন মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা এবং হাউস সাবকমিটি অন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী সিডনি ক্যামলাগার-ডোভ। এছাড়া, জন মুলেনার (রিপাবলিকান), জুলি জনসন (ডেমোক্র্যাট) এবং জেফারসন শ্রিভ (রিপাবলিকান) এই বিলের সহ-নেতৃত্ব দিয়েছেন। অন্যান্য সমর্থকদের মধ্যে রয়েছেন রিচ ম্যাককরমিক (রিপাবলিকান), জ্যাক বার্গম্যান (রিপাবলিকান), জোয়াকিন কাস্ত্রো (ডেমোক্র্যাট) এবং মাইক ললার (রিপাবলিকান)। এই বিলটি মার্কিন প্রেসিডেন্টকে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান...