পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন। বাংলাদেশের ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার উদ্দেশ্যে তার এ সফর।সোমবার (১৫ সেপ্টেম্বর) সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সেখানে হানিয়াকে বলতে শোনা যায়, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।”হানিয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সেই সূত্রেই এবার সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি আসছেন ঢাকায়। তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানা গেছে, ঢাকায় কয়েকদিন অবস্থান করবেন এই তারকা।বাংলাদেশেও তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। ঢাকায় তার আগমন নিঃসন্দেহে ভক্তদের জন্য হবে এক বিশেষ মুহূর্ত।শুধু গ্ল্যামার নয়, বরং বিভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতার কারণেই হানিয়া আলাদা পরিচিতি পেয়েছেন। রোমান্টিক,...