এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় চমকই ঘটিয়ে ফেলেছিল হংকং। যদি তা হতো, তবে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার সমীকরণ আরও সহজ হয়ে যেত।তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। তবে এখনও আশা টিকে আছে টাইগারদের সামনে। যদিও রয়েছে কঠিন হিসাব-নিকাশের পথ। আজআফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ফলাফল খুব একটা ইতিবাচক নয় বাংলাদেশের জন্য। তাছাড়া ম্যাচের ভেন্যুও অনেকটা আফগানিস্তানের হোম গ্রাউন্ডের মতো। তবে ম্যাচ জিতলেই সব সমস্যা শেষ হবে না। চোখ রাখতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকেও, যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লঙ্কানরা। যদি তারা আফগানদের হারায়, তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে।...