সাধারণত ভারত-পাকিস্তান লড়াই মানেই আবেগ, উত্তেজনা আর সীমান্তের বাইরেও আলোচনার ঝড়। তবে এবারকার এশিয়া কাপের ম্যাচে সেই রোমাঞ্চ খুঁজে পাননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সরাসরি বলেই দিলেন— ‘১৫ ওভার পরই আমি ম্যাচ দেখা বন্ধ করে দিয়েছি।’দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ভারত সহজ জয় তুলে নিলেও গাঙ্গুলির চোখে সেটি ছিল একেবারেই একপেশে। তাই ম্যাচ ছেড়ে তিনি মন দেন ম্যানচেস্টার ডার্বিতে। সোমবার এক অনুষ্ঠানে ‘প্রিন্স অব কলকাতা’ জানান, ‘আমি মোটেও অবাক হইনি। ১৫ ওভার দেখার পরই টেলিভিশন চ্যানেল পাল্টে ম্যানইউ বনাম ম্যানসিটি ম্যাচ দেখতে শুরু করি।’ম্যাচ-পরবর্তী সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে আইসিসিতে। তবে গাঙ্গুলি সরাসরি এ বিতর্কে না গিয়ে বড় প্রসঙ্গ টেনে আনেন—‘সন্ত্রাসবাদ বন্ধ হওয়া সবচেয়ে জরুরি। শুধু...