প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরুটা ভালো হলেও শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল লিটন দাস। শেষদিকে জাকের আলী অনিক ও শামীম হোসেনের রেকর্ড জুটি কিছুটা লড়াই দিলেও জয় আনতে যথেষ্ট হয়নি। এবার প্রতিপক্ষ আফগানিস্তানের স্পিন আক্রমণ রশিদ খান, নূর আহমেদ ও গজনফার বাংলাদেশ ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে হারের পর এখন টাইগারদের সামনে কেবল টিকে থাকার সমীকরণ। আজ (আবুধাবি সময় সন্ধ্যায়, বাংলাদেশ সময় রাত ৮:৩০টায়) গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই লিটন দাসদের। তবে জয় পেলেও সুপার ফোর নিশ্চিত নয়, অপেক্ষা করতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের জন্য। আর হারলে বিদায় কার্যত নিশ্চিত...