বাংলাদেশের পর হংকংকে হারিয়ে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে জায়গা অনেকটাই নিশ্চিত শ্রীলঙ্কার। অন্যদিকে, লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে হারলে বিদায়, এমনকি জিতলেও সুপার ফোর নিয়ে অনিশ্চয়তা কাটবে না বাংলাদেশের। শেষ চারে জায়গা করে নিতে মেলাতে হবে নানা সমীকরণ।হংকংয়ের হারে জমে উঠেছে গ্রুপ 'বি' এর সমীকরণ। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। ১টি করে জয়ে সমান ২ পয়েন্ট হলেও রানরেটে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। তিনে বাংলাদেশ ও ৩ হারে বিদায় নিশ্চিত হওয়া হংকং রয়েছে চারে।সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম শর্ত, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে। শুধু এই ম্যাচ জিতলেই হবে না। সুপার ফোর নিশ্চিত করতে টাইগারদের তাকিয়ে...