যুদ্ধের ময়দানে হারের বদলা ক্রিকেটের ময়দানে! শাহিদ খান আফ্রিদির মতামত এমনই। তার মতে, গত মে মাসে আকাশযুদ্ধে পাকিস্তানের কাছে হেরে পুরোপুরি পাগল হয়ে গেছে ভারতীয় সরকার। তাদের নির্দেশেই ভারতীয় ক্রিকেটাররা মাঠে হাত মেলাননি বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তার মতে, এই ঘটনায় আরও বেশি অপমানিত হয়ে ভারত। এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানিদের সঙ্গে ভারতীয় দলের হাত না মেলানোর ঘটনায় যে বিতর্কের যে ঢেউ চলছে, সেখানে আফ্রিদির ঝড়ো হাওয়া বইয়ে দেওয়া একরকম অবধারিতই ছিল। পাকিস্তানের সামা টিভিতে আলোচনায় সাবেক এই অলরাউন্ডার স্রেফ ধুয়ে দিয়েছেন ভারতীয় সরকারকে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করার জন্য ভারতে বেশ কিছুদিন ধরেই প্রচারণা চলছিল সামাজিক মাধ্যমে। ভারতের সাবেক ক্রিকেটারদের মধ্যেও কয়েকজন সোচ্চার ছিলেন এই দাবিতে। আফ্রিদির ধারণা, ম্যাচ বর্জন না করলেও সেই চাপের প্রতিফলনই পড়েছে...