সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে ঝুঁকিতে পড়বে অস্ট্রেলিয়ার ১৫ লাখ মানুষ। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল, প্রত্যন্ত এলাকা এবং উপশহরগুলো বেশি ঝুঁকির মুখে রয়েছে। দেশটির প্রথম জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে, ২০৫০ সালের মধ্যে উপকূলীয় এলাকার ১৫ লাখ অস্ট্রেলিয়ানের জীবন ঝুঁকির মুখে পড়বে। বন্যা, ঘূর্ণিঝড়, দাবদাহ, খরা ও দাবানলের মতো ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ আরও ঘনঘন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে। ৭২ পৃষ্ঠার এই প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণায়নের তিনটি পরিস্থিতি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি, ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি– পর্যালোচনা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ‘এটি স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রাকৃতিক প্রজাতি ও...