বিসিএস পরীক্ষার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মসূচিতে পরিবর্তন এনেছে। পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটাতে নেতাকর্মীদের দুদিন বিকেলে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে দলটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবিতে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু বিসিএস পরীক্ষা থাকায় ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে।এতে বলা হয়, বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সেই কারণে এরইমধ্যে...