এশিয়া কাপে বাংলাদেশ একাধিকবার ফাইনাল খেলেছে, কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। ফিরতে হয়েছে জয়ের দূয়ার থেকে। কিন্তু আফগানিস্তানের কোচ জনাথন ট্রট এই তথ্যটা জানতেন না। গতকাল সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের থেকে এই তথ্য জেনে তিনি হতভম্ব হয়ে যান। নিশ্চিত হতে সাথে সাথেই গুগল সার্চ দিয়ে বসেন! আজ মঙ্গলবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে গতকালের সংবাদ সম্মেলনে আফগান কোচের কাছে প্রশ্ন ছিল- দুই দলের মধ্যে ফেবারিট কারা? বিনয়ী জোনাথন ট্রট বলতে শুরু করেন, ‘যদি আপনি অতীতের দিকে দেখেন, বাংলাদেশ এই প্রতিযোগিতায় কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে...।’ এটুকু বলতেই তাকে থামিয়ে দেন মিডিয়া ম্যানেজার। ট্রটকে বলা হয়, বাংলাদেশ কখনোই চ্যাম্পিয়ন...