সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে বুধবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম। এ সময় তিনি বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের উত্থাপিত তিন দফা দাবি ষড়যন্ত্রমূলক। মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা এটি। ডিপ্লোমা প্রকৌশলীরা এই ষড়যন্ত্র মেনে নেবে না। বুধবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ...