গাজা থেকে ফিলিস্তিনি শিশুদের প্রথম দলটি বিশেষ চিকিৎসার জন্য গতকাল যুক্তরাজ্যে পৌঁছেছেন। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতায় এসব শিশুদের চিকিৎসা দেওয়া হবে। সংবাদসংস্থা দ্য গার্ডিয়ান জানিয়েছে, এসব শিশু এবং তাদের পরিবারের জন্য যুক্তরাজ্যে দুই বছরের জন্য চিকিৎসা, আবাসন এবং পূর্ণাঙ্গ সহায়তা দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সোমবার সংসদের লেবার পার্টিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ উদ্যোগের মাধ্যমে ৩০-৫০ জন শিশু চিকিৎসা সুবিধা পাবেন। পাশাপাশি, দুটি মারাত্মক অসুস্থ শিশু এবং তাদের পরিবার স্কটল্যান্ডে চিকিৎসার জন্য পৌঁছেছে। কুপার মিরর পত্রিকাকে বলেন, তাদের গাজা থেকে নিরাপদে বের করে আনতে যথেষ্ট কূটনৈতিক প্রচেষ্টা সাধন করতে হয়েছে। তবে আমরা সেই কাজ চালিয়ে যাচ্ছি এবং নিশ্চিত করতে চাই যে আহত পরিবারগুলোকে সহায়তা করা এবং শিক্ষার্থীদের এই শরৎকালীন শিক্ষাবর্ষে ভর্তি করানো সম্ভব হবে। স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী...