ঢাকা: নেপালে সাম্প্রতিক অভ্যুত্থানের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ বেড়েছে। এ পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাথে সমঝোতায় পৌঁছেছে।ভারত-নেপাল সীমান্তবর্তী ‘চিকেনস নেক’ নামে পরিচিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি অঞ্চলে ভারতের প্রায় ১০০ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে নেপালের সাথে । এই ভৌগোলিক সংবেদনশীলতা পশ্চিমবঙ্গের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে।গতকাল সোমবার পশ্চিমবঙ্গ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, “এটা আমাদের জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট ইস্যু। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এসব বিষয়ে আমরা এক।”উল্লেখ্য, সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম (জেন...