১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবীর বিরুদ্ধে তোশাখানা মামলায় আদালতের কার্যক্রম এগিয়ে চলছে। মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ আদালত সোমবার দুই সেনা কর্মকর্তাকে তলব করেছে। মামলায় অভিযোগ, ইমরান খান ও বুশরা বিবী ব্যয়বহুল বুলগারি জুয়েলারি সেট তোশাখানা উপহার থেকে অনিয়মিতভাবে রাখার চেষ্টা করেছিলেন। এই মামলার ক্রস-এক্সামিনেশন সোমবার (১৬ সেপ্টেম্বর) আদিয়ালা জেলের ভেতরে প্রায় ছয় ঘণ্টা ধরে সম্পন্ন হয়। বিশেষ বিচারক কেন্দ্রীয় শারুখ আরজুমান্দ আদালত পরিচালনা করেন এবং ডিফেন্স দল দুই মূল সাক্ষীর প্রশ্নোত্তর শেষ করেন। জেরায় (ক্রস-এক্সামিনেশনে) অংশ নিয়েছিলেন প্রাইভেট অ্যাপ্রাইজার (ব্যক্তিগত মূল্যায়নকারী) সহাব আব্বাসি, যিনি মামলায় একটি অ্যাফিডেভিট জমা দিয়েছিলেন, এবং সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ইনাম শাহ।...