ঢাকা: ‘পিছে তো দেখো, পিছে দেখো’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানি শিশু তারকা আহমদ শাহের ছোট ভাই উমর শাহ আর নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।আহমদ শাহের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, “দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমের শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। সবাইকে অনুরোধ করছি তার ও আমাদের পরিবারের জন্য দোয়া করার।”উমর শাহও কিছু ভিডিওতে ভাই আহমদ শাহের সাথে দেখা গিয়েছিল এবং শিশু-কণ্ঠের স্বতঃস্ফূর্ততায় তাকেও ভালোবেসেছিল অনেকে। তার অকাল প্রয়াণে ভক্ত ও অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।যেভাবে উমের শাহর মৃত্যু হয়েছেখ্যাতনামা টেলিভিশন অ্যানকার ওসম বদামি আহমদ শাহ এবং তার পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছেন। তিনি জানান, উমের শাহ...