নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে এক বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় এ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এই পাঁচটি ব্যাংককে একীভূতকরণের প্রধান উদ্দেশ্য হলো আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের ওপর আস্থা ফিরিয়ে আনা। একীভূত হতে যাওয়া প্রতিটি ব্যাংকে একজন করে অস্থায়ী প্রশাসক নিয়োগ করা হবে। এই প্রশাসকদের সহায়তায় চারজন করে কর্মকর্তা কাজ করবেন। প্রশাসক দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ...