বিদেশে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করে আরও হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইঙ্গিত দেন। গত সপ্তাহে কাতারে চালানো হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হামাস নেতারা “যেখানেই থাকুক না কেন, তাদের জন্য কোনো নিরাপত্তা বা দায়মুক্তি থাকবে না”। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, “প্রতিটি দেশেরই নিজেদের সীমানার বাইরে গিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে।” এদিকে কাতারের মাটিতে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোকে ঘিরে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলার তীব্র সমালোচনা করেছেন। হামাস জানিয়েছে, এ ঘটনায় ছয়জন নিহত হলেও তাদের...