রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন মোস্তাকুর রহমান জাহিদ। বর্তমানে তিনি রাবি শাখার সভাপতির দায়িত্বে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্ন, বর্তমান সমস্যা থেকে উত্তরণের পরিকল্পনা এবং শিক্ষার্থীদের প্রতি তার অঙ্গীকার নিয়ে বিস্তারিত জানান। অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের মাস্টার্সের এ শিক্ষার্থী সাক্ষাৎকারের শুরুতেই জানান, কেন তিনি প্রার্থী হলেন সে বিষয়ে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো কাছ থেকে দেখেছি। হলের আসন সংকট, পড়াশোনার অনুকূল পরিবেশের অভাব কিংবা নিরাপত্তা ঘাটতি— এসব সমস্যা শিক্ষার্থীদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেই মনে হয়েছে একজন প্রকৃত প্রতিনিধি দরকার, যিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারবেন। সেই দায়িত্ববোধ থেকেই রাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই।...