যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে ট্রাম্প অভিযোগ করে বলেন, নিউইয়র্ক টাইমস গত কয়েক দশক ধরে তার বিরুদ্ধে একটি মিথ্যাচার ও অপপ্রচারের অভিযান চালিয়ে আসছে এবং পত্রিকাটি এখন র্যাডিকাল লেফট ডেমোক্রেট পার্টির মুখপাত্রে পরিণত হয়েছে। ট্রাম্প বলেন, আজ আমি গর্বের সঙ্গে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও কুৎসা রটনার মামলা দায়ের করেছি। এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে নিচু ও বিকৃত একটি সংবাদপত্রে পরিণত হয়েছে। রিপাবলিকান এই নেতা দাবি করেন, নিউইয়র্ক টাইমস যেভাবে ২০২৪ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করেছে, তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ প্রচারণা অনুদান। তিনি আরও অভিযোগ করেন,...