হাফিজুল ইসলাম স্বপন, ময়মনসিংহ ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯:৪৫ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ময়মনসিংহ: "আমরা কাজ করি সমান আর আমগো বেতন দেন অর্ধেক" গৃহিস্থরা আমগো কষ্ট বুঝে না শুধু কাজ বুঝে। বুকের বাচ্চা ঘরে রেখে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করি আনারস ও হলুদ বাগানে। সন্ধার সময় আমগো ট্যাহা দেয় ২০০ থেকে ২৫০ আর বেটাগো (পুরুষ) ট্যাহা দেয় ৪০০ থেকে ৫০০। কথা গুলি বললেন, ফুলবাড়ীয়া উপজেলার নাওঁগাঁ ইউনিয়নের সন্তোষপুর বনাঞ্চলের রাবার বাগান এলাকায় আনারস বাগানে কাজ করা নারী শ্রমিক রোকেয়া, লাইলী, নূরজাহান, আম্ভিয়া ছমিরন নেছাসহ অন্যান্যরা।ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বনাঞ্চলের নারী শ্রমিকরা বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য মুজুরি থেকে। সারা দিন সমান কাজ করেও বেতন পাচ্ছে পুরুষের অর্ধেক।সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্তোষপুর বিশাল রাবার...