সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের কাছে প্রশ্ন ছিল- তার দল ফেভারিট হিসেবে নামবে কিনা বাংলাদেশের বিপক্ষে। জবাবে ট্রট বেশ বিনয়ী হয়ে বলেন, ‘যদি অতীতের দিকে দেখেন, বাংলাদেশ এই প্রতিযোগিতায় কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে…।’ মিডিয়া ম্যানেজার মাঝপথে তার ভুল ভাঙিয়ে দিলেও মানতে নারাজ ছিলেন ট্রট। উল্টো বলেন, ‘আমার তো মনে হয় ওরা ৫০ ওভারের এশিয়া কাপ জিতেছে।’ আবারও নিশ্চিত করা হয়, বাংলাদেশ কখনও কোন সংস্করণেই চ্যাম্পিয়ন হয়নি। চোখে অবিশ্বাস নিয়ে ট্রট মিডিয়া ম্যানেজারের দিকে তাকান। যখন নিশ্চিত হন, বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও কখনও শিরোপা জিততে পারেনি, একটা দীর্ঘশ্বাস ফেলে নতুন করে শুরু করেন বক্তব্য, ‘আমি ভেবেছি তারা চ্যাম্পিয়ন হয়েছে।’...