বড় কোনো টুর্নামেন্ট এলেই সমীকরণ মেলানোর অংক কষতে বসতে হয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। এবারের এশিয়া কাপও তার ব্যতিক্রম হলো না। হংকংকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে কঠিন অবস্থায় পড়েছে বাংলাদেশ। তাই সুপার ফোরে খেলতে আবারও সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। গতকাল অবশ্য এশিয়া কাপের প্রথম অঘটন প্রায় ঘটিয়েই ফেলেছিল হংকং। যদিও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে জেতা হয়নি। সেটা হলে বাংলাদেশের যদি-কিন্তু হিসাবটা আরেকটু সহজ হতো। গ্রুপ অব ডেথ হিসেবে পরিচিত ‘বি’ গ্রুপের বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, দুই ম্যাচ খেলে দুই জয় নিয়ে সবার উপরে শ্রীলঙ্কা। এক ম্যাচ খেলে এক জয় নিয়ে টবিলের দুই নম্বরে আফগানিস্তান। দুই ম্যাচ খেলে এক জয়ে দুই ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বাংলাদেশ। তিন ম্যাচের তিনটিতেই হেরে এশিয়া কাপের যাত্রা শেষ হংকংয়ের। এমন...