এর আগে, নিহতের স্ত্রী মোছা. মরিয়ম গত ১৫ সেপ্টেম্বর তার স্বামী রফিকুল ইসলাম নিখোঁজ উল্লেখ করে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করেন।পুলিশ সূত্রে জানা গেছে, যেখানে তার মরদেহ পাওয়া গেছে সেই পুকুরে স্থানীয় মসজিদের ইমাম রফিকুল ইসলাম নিয়মিত গোসল করত। তিনি স্থানীয় পুকুরিয়া মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ তিনি নিখোঁজ হন। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। এর আগে নিখোঁজের ঘটনায় তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।এ বিষয়ে ঘিওর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কহিনুর মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সূত্রে জানা গেছে, যেখানে তার মরদেহ পাওয়া গেছে সেই পুকুরে স্থানীয়...